ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম-আগামী নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন দেখে বিএনপি উল্টাপাল্টা কথা বলছে। খেলার মাঠে ফাউল করা বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার দুপুরে শহরের সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ফেনী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম, পৌর সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
এদিকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করে নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!