ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

সদর প্রতিনিধি:ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‍্যাব-৭ এর ফেনীর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়,রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন র‍্যাবের কয়েকজন সদস্য। রাত প্রায় ৪টার দিকে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল মামুন মোর্শেদ ও আল আমিন। র‍্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিলে তারা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও গুলি ছুড়েন। এতে মামুন মোর্শেদ ও আল আমিন নিহত হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল তল্লাশি করে ২৪ হাজার ৭শ’ ইয়াবা পাওয়া যায়।

নিহতদের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের স্বজনদের ডেকে লাশ হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাবের অধিনায়ক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!