এবার ফেনীতে শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মো: হারুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা রহিমপুর আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করে ওইদিন সন্ধ্যায় জ্যেষ্ঠ হাকিম জাকির হোসেনের আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মো: হারুন শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফেনী মডেল থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হারুন মধ্যম ছনুয়া এলাকার মো: মোস্তফার ছেলে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।