শহর প্রতিনিধি: ফেনীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামীলীগ।বুধবার সকালে শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে এসময় সংরক্ষিত মহিলা এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান,সহসভাপতি ও শোকদিবস উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।