৪ দফা দাবিতে ফেনীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনটির ফেনী শহর শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।শহর শাখার সদস্য নয়ন সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনী শহর শাখার আহবায়ক নয়ন পাশা ও সাধারণ সম্পাদক পংকজনাথ সূর্য।সমাবেশে বিনামূল্যে টেস্ট ও করােনা আক্রান্ত সকলের জন্য সরকারি উদ্যোগে চিকিৎসা সেবা নিশ্চিত করা,স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এক বছরের বেতন ফি মওকুফ ও পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ ব্যতীত অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করা, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করা, রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবি জানানো হয়।