শহর প্রতিনিধি-ফেনীতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে ছাত্রদল নেতা মনজুর হোসেন মঞ্জুসহ
৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়,স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঞা জুয়েলের মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিলের পস্তুতি নেয় সংগঠনটির নেতাকর্মীরা।এ সময় মিছিল বের করার চেষ্টাকালে  পুলিশ নেতাকর্মীদের বাঁধা দেয়।
পরে পুলিশি বাঁধা ডিঙিয়ে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে   ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুর হোসেন মঞ্জু (২৮),যুগ্ন আহবায়ক আব্বাস পাটোয়ারী (৩০) ,সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের আবু আহম্মদের ছেলে মো: জোবায়ের হোসেন (২৮), রামপুর মিয়াজী বাড়ীর মো: ইসহাকের ছেলে রবিউল হোসেন জুয়েল (২২) ও মো: আবুল বশরের ছেলে মো: মাসুদ (২২) গ্রেফতার দেখিয়েছে ফেনী মডেল থানা পুলিশ।

 
            
                            
                        
				   
				   
				   
				   
				   
				   
				   
				   
                             
                             
                             
                             
                             
                             
                             
						 
						 
						 
						 
						 
						 
						

