ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

সদর প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িটির হেলপার জসিমের মৃত্যু হয়।

সুত্র জানায়,লেমুয়ায় নিহত জসিম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের আজিজুল হকের ছেলে।

অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন ফিলিংস্টেশন এলাকায় সকাল ১০টার দিকে ফেনী ছেড়ে যাওয়া কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আটজন আহত হন।

আহতরা হলেন- কুমিল্লার চিওড়া এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী সুলতানা হক(৪০), একইএলাকার ইয়াকুব হোসেনের মেয়ে তানি, ফেনীর দাউদপুল এলাকার নুর নবীর মেয়ে ফেরদৌস আরা, কুমিল্লার চৌদ্দগ্রামের জামপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে মামুন, একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শিপন, ফেনী সরকারি কলেজের শিক্ষক বোলায়েত হোসেন, সোনাগাজী উপজেলার পালগিরী এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হক এবং কুমিল্লার চৌদ্দগ্রামের আলকড়া এলাকার মো. হুমায়ুন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!