শহর প্রতিনিধিঃ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলো রাজশাহীর গোদাঘাট থানার আছুয়া ভাটা এলাকার আক্তার খলিফার ছেলে মোহাম্মদ রাকিব (৩৫)।বাকিদের নাম পরিচয় জানা যায়নি এখনো।
জানা গেছে, ওই সময় চট্টগ্রামমুখি একটি ট্রাক লেগুনার ধাক্কা লাগে। পরে আরেকটি পিকআপ ভ্যান তাদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে রাকিবসহ তিনজন নিহত হয়।এসময় ৫ জন আহত হয়েছে। নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।