স্টাফ রিপোর্টার: ফেনী আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল আহমেদ সাকিল বঙ্গবন্ধু ছাত্র-পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ২২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি আসিফ জামান র“পম ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সংগঠনটির সদস্য নির্বাচিত হওয়ায় এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগ দপ্তর উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হানসহ বঙ্গবন্ধু ছাত্র-পরিষদ বাংলাদেশের বর্তমান সভাপতি- সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
শাকিল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণ চোছনা গ্রামের জমিদার বাড়ীর জাকির হোসেনের ছেলে।



