ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টারে ইভটিজিংকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে আহত

 

শহর প্রতিনিধি-ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ইভটিজিংকে কেন্দ্র করে জাহেদ আহম্মদ ইমন (২০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা।শনিবার সন্ধ্যায় ওই এলাকায় প্রতিভা কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইমনের বাবা খবির আহম্মদ জানান, শনিবার বিকালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ রোডে এক ছাত্রীকে উত্যক্ত করে শুভ নামের এক বখাটে। এতে ইমন বাধা দিলে তার ছেলের সাথে বখাটেদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় ওইস্থানে সাইফুল ইসলাম পিটুর নেতৃত্বে জ্যাকি, শুভ, জাবেদ, সাব্বির, পুপলসহ ৩০/৩৫ জনের বখাটে ইমনের উপর হামলা চালায় বলে তার পিতা অভিযোগ করেন। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ইমনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সে রামপুরের গালর্স স্কুল সংলগ্ন খবির আহম্মদের ছেলে।

এ ঘটনায় মামলা ায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে শহর পুলিশ ফাঁিড়র ইনচার্জ পুলিশ পরির্শক সুদ্বীপ রায় ঘটনাটি শুনেছেন । তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!