ফেনী
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৮
, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী জিএ একাডেমী এলাকায় ইভটিজারের কারাদন্ড

 

শহর প্রতিনিধি-মঙ্গলবার দুপুরে ফেনী  জিএ একাডেমী এলাকায় অভিযান চালিয়ে মো: আরিফ (১৯) নামের এক ইভটিজারের কারাদন্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।

সুত্র জানায়,জিএ একাডেমী স্কুলের চারপাশে ভয়াবহ রকম ইভটিজিং এর শিকার হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা এমন তথ্যের ভিত্তিতে ওই সময়  স্কুলের আশেপাশে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময়  জিএ একাডেমী সংলগ্ন  শিশু কিশোর একাডেমীর পাশে ম্যাক্স টেইলার্স এর দর্জি দোকানি মো: আরিফ  জি এ একাডেমী স্কুলের এক শিক্ষার্থীকে সাইকেলে চড়ে উত্যক্ত করার সময় হাতেনাতে ধরা পড়ে।

এছাড়া ইভটিজিং এলাকা হিসেবে পরিচিত নূরিয়া মসজিদ লেন, সৈয়দনগর সিও অফিস, বনানী পাড়া, জিএ একাডেমীর পেছন থেকে ছয় বখাটেকে আটক করা হয়। অভিযানে আরিফকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে আদালত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!