ফেনী পৌরসভার ৪শ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ করল ফেনী পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সচিব খান মোহাম্মদ ফারভি, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কাউন্সিলর আমির হোসেন বাহার, সাইফুর রহমান সাইফু, লুৎফুর রহমান খোকন হাজারী, মাহতাব উদ্দিন মুন্না, মজিবুর রহমান, বাহার উদ্দিন বাহার, জয়নাল আবেদীন লিটন, মেডিকেল অফিসার কৃঞ্চপদ সাহা, কনজারভেন্সী অফিসার সরোয়ার জাহান প্রমূখ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেন খাদ্যে অভাববোধ না করে তাই তাদেরকে এক মাসের খাদ্য বাবদ চাউল-১০ কেজী, আটা-৫ কেজী, আলু-৫ কেজী, মুশর ডাল-১ কেজী, তৈল-১ কেজী করে এ সহযোগিতা দেওয়া হয়েছে।



