ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ভ্যাপসা গরম থেকে রোজাদারদের জন্য বিনা মূল্যে ট্যাংকলরী গাড়ীর মাধ্যমে শহরে “বিশুদ্ধ পানি” সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন। এরই অংশ হিসেবে পবিত্র রমজান মাস জুড়ে পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে মাহে রমজানের প্রথমদিন থেকে প্রতিদিন শহর এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় পানি সরবরাহ করে আসছে পৌরসভা। এমন ব্যতিক্রমমূখী উদ্যোগ গ্রহন করায় পৌর মেয়র হাজী আলাউদ্দিনকে অভিনন্দন জ্ঞাপন করেছেন অনেকেই। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রশংসিত হয়।