শহর প্রতিনিধি: ফেনী সেন্টাল হাই স্কুলের সামনের সড়কে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রিয়াদুল ইসলাম অনুর উদ্যোগে জেব্রা ক্রসিং আঁকা হয়েছে।শুক্রবার বিকালে স্কুলের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য এ জেব্রা ক্রসিং এঁকে দেয়া হয়।
সুত্র জানিয়েছে,ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনীতে সবার আগে জেব্রা ক্রসিং আঁকার সিদ্বান্ত নেন জেলা ছাত্রলীগ নেতা অনু।
এর অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনের সড়কে নিজ হাতে জেব্রা ক্রসিং আঁকলো অনু।এসময় জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক তায়হান পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এ মহতী কাজটির মাধ্যমে অনু জনসাধারণের মাঝে ছাত্রলীগের ইমেজ বৃদ্ধিতে সহায়ক ভুমিকা রেখেছে বলে প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ফেনীর কথা ডটকমকে জানান।
প্রসঙ্গত: ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকরে রেষারেষিতে একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।
এ ঘটনায় ৯ দফা দাবিতে টানা নয়দিন রাজপথে আন্দোলন করে দেশের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।