শহর প্রতিনিধি:ফেনীতে ভিক্ষা চাওয়ায় মাদকাসক্ত বখাটে মিনার হোসেনের পায়ের লাথির আঘাতে তুসি বুড়ি নিহত হয়েছে।এ ঘটনায় মিনারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উত্তর সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ওইদিন সন্ধ্যায় স্থানীয় বখাটে মিনার হোসেনের (২৬) কাছে তুসি বুড়ি ভিক্ষা চাইলে সে ক্ষিপ্ত হয়ে বুড়িকে লাথি মারে। এতে ঘটনাস্থলে বুড়ির মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।সে সহদেবপুর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।