ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবী করেছেন র্যাব। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাহবুবুল হাসান রুবেলের বাড়ি কুমিল্লার বাংগুড়া গ্রামে। আরেকজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বলেন, শনিবার ভোররাতে ফতেহপুর রেলগেট এলাকায় কয়েকজন কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে দুই কারবারি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।যা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জণ্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আবু তাহের বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।