ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:১০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিগাঁওয়ে মাটি কাটায় ট্রাক ও স্কেভেটর জব্দ

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুরে সড়কের পাশে মাটি কাটায় তিনটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব দাশ পুরকায়স্ত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ এর সুস্পষ্ট লংঘন) তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য একাডেমী রোড, হাজারী রোড, লালপোলে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়।

অভিযানকালে বেশ কয়েকটি পাড়ায় তথাকথিত স্বঘোষিত লকডাউন বলে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়। ভবিষ্যতে এরকম কিছু না করার জন্য মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয় সেইসাথে সন্ধ্যা ৬টার পর ফার্মেসী ছাড়া অন্য ধরনের দুটি দোকান খোলা রাখার অপরাধে প্রত্যেককে বিভিন্ন অর্থদণ্ড করা হয়। অভিযানে জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!