ফুলগাজীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী শিরীন আখতারের নৌকা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল আলিম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ মহাজোটের প্রার্থী শিরীন আখতার,ফেনী-২ এর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, এড.আকরামুজ্জামান, এড.প্রিয়রঞ্জন দত্ত ও পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন,৩০ ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ বিজয়ী হবে।বিএনপি এখন মাথাবিহীন দলে পরিনত হয়েছে।স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি শিরীন আখতারের জন্য নৌকায় ভোট প্রার্থনা করে নাসিম বলেন কিছু দিনের মধ্যে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হবে। ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরামের স্মৃতিচারণ করে নাসিম বলেন,মরহুম একরাম শিরীন আপাকে এই এলাকায় গনমানুষের নিকট নিয়ে এসেছে।