ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যায় খাল থেকে পরিত্যক্ত বোরকা উদ্ধার

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয়ার সময় আসামী জোবায়ের আহাম্মদ যে বোরকা পরিহিত ছিলো তা উদ্ধার করেছে পিবিআই। শনিবার ুপুরে হত্যাকান্ডে পাঁচ দিনের রিমান্ডে থাকা জুবায়েরকে নিয়েই অভিযান চালিয়ে পুলিশ সোনাগাজী সরকারী কলেজেরক্ষিণ-পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে এই পরিত্যক্ত বোরকাটি উদ্ধার করা হয়।
এ মামলায় এজাহারভূক্ত ৮ আসামীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আসামী নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের ও উম্মে সুলতানা পপি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ৫ জনই রাফি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। আদালতে দেয়া জবানবন্দিতে এ হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে জুবায়েরের নামও উঠে এসেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!