ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

মহিপালে জনদুর্ভোগ নিরসনে স্বপন মিয়াজীর উদ্যোগে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন

শহর প্রতিনিধি: মহিপাল ফলের আড়তের সামনে ময়লার দুর্গন্ধ নিরসনে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করা হয়েছে।ব্যবসায়ীদের সহযোগিতায় রবিবার বিকালে আয়োজিত এ ডাস্টবিন স্থাপন উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এ সময় মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আউয়াল, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, সহ-সভাপতি মনির আহম্মদ, কোষাধক্ষ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযায়, ওইস্থানে ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের দাবীর প্রেক্ষিতে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ব্যক্তিগত উদ্যোগে ও ফল ব্যবসায়ীদের সহযোগিতায় ৯ লাখ টাকা ব্যয়ে ২টি ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেয়া হয়।রবিবার  বিকালে ১টি ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়। বাকী আরো ১টি ডাস্টবিন কিছুদিন পর স্থাপন করার কথা রয়েছে। ময়লার স্থানে বালি ও ইট দিয়ে গর্ত পূরণ করে দেয়া হয়েছে। প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা এখান থেকে ময়লা নিয়ে যাবে। এ ডাস্টবিনে ময়লা রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়। এদিকে ফেনী পৌরসভার উদ্যোগে ওইস্থানে ড্রেন সংস্কার করার কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!