শহর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ফেনী পৌরসভার ১১, ২২ ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নিজাম উদ্দিন হাজারীর নৌকা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে মহিপাল চাড়িপুর কোব্বাদ আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।
১১ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেলের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সহ-সভাপতি-ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি,সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন,ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার,সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রমুখ।