সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ও কাশেমপুরের স্কুল ছাত্র আরাফাত হোসেন শুভকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ফেনীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ফেনী জজ আদালতের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক অজিৎ বরণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি মিরন, কেন্দ্রীয় সমন্বয়ক মোতাহের তারু, শ্রম বিষয়ক সম্পাদক জালাল আহম্মদ হাজারী, ছাত্র ইউনিটের সভাপতি সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী প্রমুখ। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।