ফেনীতে ইউনুছ মিয়া ওরফে মানিক ড্রাইভার (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
সুত্র জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।এসময় বস্তার মধ্যে লুকিয়ে রাখা পাঁচ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় হুইস্কি ও দশটি বিয়ার ক্যান সহ ইউনুছ মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।