ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

যত্রতত্র বাস কাউন্টারে ফেনী শহরে যানজটঃজনদুর্ভোগ চরমে

শহর প্রতিনিধিঃ ফেনী শহরের এসএসকে সড়কে কোনো অনুমোদন ছাড়াই যেখানে সেখানে বাস কাউন্টার থাকায় দিন দিন যানজট বাড়ছে। সম্প্রতি এনা পরিবহন ফেনী শহরের পুলিশ কোয়ার্টার সংলগ্ন স্থানে নতুন কাউন্টার স্থাপনের পর একই সড়কের গ্রিন টাওয়ার সংলগ্ন স্টার লাইন পরিবহন আরেকটি কাউন্টার চালু করে।এতে শহরের ব্যস্ততম এ সড়কে যানজট আরো বেড়েছে। ওই সড়কে এর আগে থেকেই দুটি পরিবহনের কাউন্টার রয়েছে।এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, এ বিষয়টি তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করলে জেলা প্রশাসক মনোজ কুমার রায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন বলেন, ব্যবসা করার অধিকার সবার আছে। তবে তা নিয়ম মেনেই করা উচিত।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, ফেনী শহরকে যানজটমুক্ত রাখতে অনুমোদনহীন বাস কাউন্টারগুলোকে নোটিস দেয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!