শহর প্রতিনিধিঃ যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্টার লাইন পরিবহনের চালক, স্টাফ, হেলপার ও মেকানিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ স্টার লাইন বাস টার্মিনালের একটি হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক ফারকুন চৌধুরী।
স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় এ সময় ট্রাফিক পরিদর্শক মীর গোলাম ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা স্টার লাইন পরিবহনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে প্রচলিত আইন অনুসরণ করার জন্য তাদের প্রতি আহবান জানান।