ফেনীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের কদলগাজী রোড়ের বিরিঞ্চি সমিতি অফিস সংলগ্ন কবরস্থান স্থান থেকে লাশটি উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৮/১০দিন আগে তাকে কেউ হত্যা করে সেখানে রেখে গেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।