শহর প্রতিনিধি: রোটারী ক্লাব অব ফেনী অপরূপার ক্লাব এ্যাসেম্বলী শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। শহরের টাইম পাস রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ জোনাল কো-অর্ডিনেটর জালাল উদ্দিন বাবলু।
অতিথি ছিলেন পদ্মা জোনের এ্যাসিস্টেন্ট গভর্ণর একেএম সাইফুল ইসলাম মজুমদার সোহেল, মমিনুল হক চৌধুরী, ক্লাব পিপি প্রকৌশলী নজরুল ইসলাম, ইলেক্ট সভাপতি গোলাম সরোয়ার কামরুল, পিপি রোটারিয়ান সাফায়েত উল্লাহ। এছাড়া ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।