ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাব অব ফেনী সিটির স্যানেটারী টয়লেট নির্মাণ

শহর প্রতিনিধি- আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর জন কল্যাণ মূলক প্রকল্পের আওতায় রোটারী ক্লাব অব ফেনী সিটির উদ্যোগে রামপুর ভূঁইয়া বাড়ী জামে মসজিদে প্রাঙ্গনে স্বাস্থ্য সম্মত স্যানেটারী টয়লেট নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার সকালে আয়োজিত উদ্ভোধন অনুষ্ঠানে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্ণর রোটা. পিপি জালাল উদ্দিন বাবলু পিএইচএফ, এসিস্ট্যান্ট গভর্ণর রোটা. পিপি আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট রোটা. ফারুক আহম্মদ,রোটারী ক্লাব অব ফেনী সিটির সহ-সভাপতি রোটা. মোহাম্মদ ইলিয়াছ, সেক্রেটারী রোটা. মোহাম্মদ আবু নাছির, জয়েন্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ রিয়াজ উদ্দিন নোবেল, কোষাধ্যক্ষ রোটা. আজিজুর রহমান,রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটি (প্রস.) চার্টার প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মু. শহীদুল ইসলাম শহীদ পাটোয়ারী, সেক্রেটারী মাইন উদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের স্বাগত বক্তব্যে রোটারী ক্লাব অব ফেনী সিটির অত্যন্ত বাস্তব সম্মত এ উদ্যোগ্যের ভূয়সী প্রশংসা করেন। মসজিদ কমিটির সেক্রেটারী আতিকুর রহমান শিবলী ও কোষাধ্যক্ষ আইনুল হক ভূঁইয়া মামুন ভূঁইয়া বাড়ী জামে মসজিদ কমপ্লেক্সে মুসল্লিদের অসুবিধা লাঘবে স্বাস্থ্যসম্মত স্যানেটারী টয়লেট নির্মাণ করায় রোটারী ক্লাব অব ফেনী সিটি পরিবারকে ধন্যবাদ জানান।

এর আগে ০৩ জুলাই উক্ত মসজিদ কমপ্লেক্সে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে রোটারী ক্লাব অব ফেনী সিটির সহযোগীতায় স্বান্ধকালীন বয়স্ক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!