শহর প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্যতম ক্লাব রোটারী ক্লাব অব ফেনী সিটির যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বুধবার বিকালে শহরের ডক্টরস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মু. মাঈন উদ্দিন।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ফেনী সিটির সদ্য প্রাক্তন সভাপতি ও ডিস্ট্রিক্ট ইডিটোরিয়াল কমিটির কো-অর্ডিনেটর রোটা. ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ।
এসময় রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী,রোটার্যাক্ট ডিষ্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর এডিআরআর রাহুল চৌধুরী কৃপালী, ডিষ্ট্রিক্ট সেক্রেটারী মোহাম্মদ আবদুল আহাদ, ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর সিপি আরাপাত উল মিল্লাত দিপুল, ডিআরআর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সিপি সাইফুদ্দিন রাশেদ, রিজিওনাল সেক্রেটারী নাজমুদ্দিন জিকু, জোনাল প্রতিনিধি এস.আলম ভূঁইয়া অপু, বিপ্লব কান্তী দাস, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট জামাল উদ্দিন সাবিত, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারী,ফেনী সিটি ক্লাবসহ সিলেট, চট্টগ্রাম ও ফেনী অঞ্চলের অন্যান্য রোটার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেনী সিটি ক্লাবের পক্ষ থেকে সদর উপজেলার হকদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রধান অতিথির মাধ্যমে ০১ বছরের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেয়া হয়। প্রসঙ্গত: ২০১৮ সালের এদিনে ক্লাবটি রোটারী ইন্টারন্যাশনাল থেকে চার্টার প্রাপ্তি লাভ করে।