ফেনী
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

লেমুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

 

সদর প্রতিনিধি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়ার হাফেজিয়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।


পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে একদল দূর্বৃত্ত মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে গাড়ী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মেজবাহ উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বড় দামা, দুটি চোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুর রশিদের ছেলে এমরান হোসেন (২২), একই এলাকার শাহজাহান ড্রাইভারের ছেলে মো: রুবেল (২২) ও বজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন (২০)।


বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মেজবাহ উদ্দিন ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে মালবাহী গাড়ী ও যাত্রীবাহী বাস ডাকাতি করে আসছে। এদের মধ্যে রুবেলের বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা, ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গতকাল রবিবার ফেনী মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!