সজীব খান জয়: শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ের গোল্ডেন ১১-ব্যাচ’র প্রাক্তন ছাত্রদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে বরাবরের ন্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক স্টারলাইন ও ফেনীর কথা ডটকমের শহর প্রতিনিধি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সজীব খান জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সিনিয়র শিক্ষক আইয়ুব আহম্মদ আনছারী উপস্থিত ছিলেন।
এতে বিদ্যালয়ের শিক্ষকগন তাদের বক্তব্যে ১১ ব্যাচ এর ভূয়সী প্রসংশা করেন।এ ছাড়া বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিক-নির্দেশনা প্রদান এবং ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন।