ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফেনী শহরে ৮ হোটেল-রেস্তোরাকে সতর্ক করেছে পৌরসভা

ফেনী শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নেমেছে পৌরসভা। বুধবার হোটেল-রেস্তোরাঁ পরিদর্শনে নেমে ৮ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে পৌরসভার পরিদর্শন টিম।

পৌরসভা সূত্র জানায়, নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন টিম গঠন করা হয়। ওই টিমের আহবায়ক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর আলম ও ডা. কৃষ্ণপদ সাহা সদস্য সচিব। কমিটির অপরাপর সদস্যরা হলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক। টিমের সদস্যরা বুধবার বেলা ১১টার দিকে ট্রাংক রোডের হোটেল ভোজন বিলাস, অতিথি হোটেল, কাশেম হোটেল, শামীম হোটেল, জালালিয়া সুইটস, ইন-বিসমিল্লাহ হোটেল, কাজী চিকেন ও মৌবন কারখানা পরির্দশন করেন। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের চিত্র ফুটে উঠে। এছাড়া পোড়া বর্জ্য তেল, হোটেল শ্রমিকদের পোশাক, মাথায় ক্যাপ না রাখা, পৌরসভার ট্রেড লাইসেন্স, অগ্নিনির্বাপন ব্যবস্থা, ফুড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠান সমূহকে সতর্ক করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!