শহর প্রতিনিধি: ফেনীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের মাতা ছাহেরা খাতুনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছরের নামাজের পর ফেনী বড় মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক শাখির আহাম্মেদ শাকিলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা কলেজ আহবায়ক নূর আলম ভূইয়া রাজু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন রাজিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক আরিফ পাটোয়ারী প্রিন্স, ফেনী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, পৌর কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হাসান, তিতুমীর কলেজ সহ -সভাপতি শেখ মোহাম্মদ আরিফ, ফেনী পৌরসভা ৯নং ওয়ার্ড সাবেক সভাপতি মিনারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে যোহরের নামাজের পর শহরের বিভিন্ন মসজিদে সম্রাটের মায়ের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করে ছাত্রলীগ নেতা শাকিল।
প্রসঙ্গত, ২০ জুন সকালে ফেনীর কৃতিসন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চোধুরী সম্রাটের মাতা ছাহেরা খাতুন পরশুরামের নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় ২৫ জুন তাকে সিঙ্গাপুর রাইফেল হাসপাতালে ভর্তি করানো হয়। ৩০জুন ওই হাসপাতালে তার বাইপাস সার্জারী অপারেশন করানো হয়।