ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

স্টার লাইন বাস টার্মিনালে রোটারী ক্লাব ফেনী সিটির ব্রেস্ট ফিডিং রুমের উদ্বোধন

শহর প্রতিনিধি: ফেনীর স্টার লাইন বাস টার্মিনালে রোটারী ক্লাব অব ফেনী সিটির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে টার্মিনালটির নিচ তলায় স্থাপিত ব্রেস্ট ফিডিং রুমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রোটারী ডিস্ট্রিক গভর্ণর নমিনী ড. বেলাল উদ্দিন আহামেদ।

এ সময় স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) জামাল উদ্দিন, রোটারী পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু, ডেপুটি গভর্ণর মোস্তফা আজিজুল মনির, ফেনী অপূর্বের আইপিপি হানিফ মজুমদার মিন্টু, সভাপতি মিয়া মোহাম্মদ করিমুল হক, সভাপতি নমিনি জহির উদ্দিন আকবর শিপন, রোটারী ক্লাব অব ফেনী সিটির আইপিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভূইয়া পারভেজ, সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!