ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

১৭ বছর পর সিনেমায় ফেনীর মেয়ে শমী কায়সার

 

বিনোদন প্রতিবেদক-নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। এখন অভিনয়ে খুব একটা দেখা যায়না তাকে। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকছেন। এবার জানা গেল নতুন খবর। দীর্ঘ ১৭ বছর পর নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফেনীর মেয়ে শমী কায়সার ।ছবির নাম ‘যুদ্ধ শিশু’।

বৃহস্পতিবাবার রাজধানীর লেকশো হোটেলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এখানেই ছবিটির পরিচালক শহিদুল হক খান নিশ্চিত করেন বিষয়টি।

এ ছবিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করে শমী কায়সার জানান, ছবিটির গল্প দারুণ। এমন একটি কাজের সঙ্গে আমিও থাকতে চাই। তাই ছবিটিতে অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।

ছবিটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ অনেকেই। শমী কায়সারসর্বশেষ ২০০১ সালে ‘হাসনরাজা’ নামে একটি সিনেমাতে অভিনয় করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!