করোনা ভাইরাস সংক্রামনরোধে ফেনী শহরের দাউদপোল সুইমিং পুল (রেস্ট হাউজ) কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত হচ্ছে।বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। এ সময় সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন, গণপূর্ত ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজি মাসুদ রানা, ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ (দৈনিক সময়ের আলো-স্টার লাইন) মাঈন উদ্দিন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক বিপ্লবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরির্শনকালে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন সব ধরনের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।