সদর প্রতিনিধিঃ ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে মঠবাড়ীয়া ব্রীকফিল্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
সুত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই স্থানে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দিন,আলাউদ্দিন, এএসআই শওকত আলী সঙ্গীয় ফোর্স।এসময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জাহিদ হোসেন প্রঃ জহির (৫৫),কবির আহাম্মদ (৩৮),দুলাল হোসেন প্রকাশ ইউছুফ (২৮), সাদ্দাম হোসেন রুবেল (২৫),সরোয়ার আলম আরিফ (৩০),আবু সায়েদ রায়হান (২২) ও মোঃ আব্দুস শুক্কুর সম্রাট (২২)কে গ্রেফতার করে পুলিশ।
জহির কুমিল্লার লাকসাম থানার শ্রীপুর এলাকার মৃত আনিস সর্দার প্রকাশ কালা চাঁনের ছেলে।কবির ভোলা সদর থানার সাদুর চর গ্রামের মৃত কাঞ্চন মাতাব্বর,দুলাল ফুলগাজী উপজেলার দক্ষিন আনন্দপুর গ্রামের শফিউল্ল্যাহ,সাদ্দাম দেবীপুর এলাকার জাকির হোসেন, আরিফ দক্ষিণ চাড়িপুর এলাকার নুরুল আমিন , রায়হান ইলাশপুর এলাকার আবুল কালাম ও সম্রাট ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
ফেনী মডেল থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন।



