ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

শ্রমিক নেতা আলীর আরটিসির সদস্য পদ লাভ

 

শহর প্রতিনিধি : ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জেলা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সদস্যপদ লাভ করেছে। তিনি এ সদস্য পদ লাভ করায় শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা কমিটির আরটিসির চেয়ারম্যান জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও সদস্য সচিব বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক আইনুল হুুুু দাসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি  তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।
গত ২৯ মার্চ স্মারক নং- ৩৫.০০০৩.০০০০.০৫.৪১৩.৯৩.২০১১-২৭ এর মাধ্যমে বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার ৮ এপ্রিল ফেনী বিআরটিএ অফিসে পৌঁছে।
বিআরটিএ ফেনীর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা উক্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য; মোহাম্মদ আলী বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ভূঁঞা ট্রান্সপোর্ট এজেন্সীর স্বত্ত্বাধিকারী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!