ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জি বাংলা, স্টার জলসা দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করছে-জেলা প্রশাসক

 

রাসেল চৌধুরী : ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, স্টার জলসা, জি বাংলা ভারতীয় এসব চ্যানেল আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে। এসব চ্যানেল অপসংস্কৃতিতে ভরপুর। আমাদের নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, কাজে এবং সংস্কৃতিতে তোমাদের বড় হতে হবে। পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা করতে হবে। শিক্ষক, গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।
রবিবার বাংলা নববর্ষ উপলক্ষে জেলা শিশু একাডেমী আয়োজিত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিশু আনন্দমেলায় আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী পৃথ্বীরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমীন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূইয়া। এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিশুদের উপচেপড়া ভীড় অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। এছাড়া মেলায় শিশুতোষ বইয়ের স্টল ছিলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!