শহর প্রতিনিধি:ফেনী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিককে কারাগারে দেখতে গিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার ফেনীর আদালতে হাজিরা দিয়ে কারাগারে গিয়ে গাজী মানিকের শারিরীক অবস্থা ও মামলার সম্পর্কে খোঁজখবর নেন বলে দলীয় সুত্র জানায়।এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, জেলা যুবদল যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার হন গাজী হাবিব উল্লাহ মানিক।এরপরে সব কয়টি মামলায় জামিন হলেও কয়েকবার ফের গ্রেফতার দেখানো হয়।ফলে তার মুক্তি মিলেনি।



