শহর প্রতিনিধি: ফেনীতে নানা আয়োজনে কৃষকলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌর চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়।পরে পৌর চত্বরে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা কৃষকলীগের সভাপতি এবিএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম গীটারের পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন,সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ,পৌর কৃষকলীগের সভাপতি আবদুল হালিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



