ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির কার্যকরী কমিটি গঠন

 

সংবাদ বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অন্যতম ক্লাব রোটারী ক্লাব অব ফেনী সিটির যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ২০১৮-২০১৯ রোটা বর্ষের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ ক্লাবের সাধারণ সভায় শহীদুল ইসলাম পাটোয়ারী প্রেসিডেন্ট ও মাঈন উদ্দিন পাটোয়ারী সেক্রেটারী নির্বাচিত হন।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন- ভাইস প্রেসিডেন্ট মু. দিদার হোসেন, ওমর শাহাদাত তানবীর, জয়েন্ট সেক্রেটারি এমদাদুল হক হাসান, কোষাধ্যক্ষ মু. পারভেজ, ডিরেক্টর: ক্লাব সার্ভিস আব্দুল মজিদ সোহাগ, কমিনিউটি সার্ভিস নুর হোসেন সুমন নসিব, প্রফেশনাল সার্ভিস আবু বক্কর সিদ্দিক ডালিম, ইন্টারন্যাশনাল সার্ভিস ফারিয়া মজুমদার, ফিন্যান্স সার্ভিস আবদুল আজিজ শাকিল, চীপ সার্জেন্ট এ্যাট আর্মস মুহাম্মদ ইমরান, সার্জেন্ট সাম্মি আক্তার মুনিয়া, এডিটর নিজাম উদ্দিন, জয়েন্ট এডিটর কামরুল ইসলাম। শুক্রবার বিকালে অভিভাবক ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ ক্লাবের ৯ম সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারি মুহাম্মদ আবু নাসির, রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন ভূঁইয়া, রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর বিলোনিয়া জোনের জোনাল প্রতিনিধি মাখজাম হায়দার মিরাজ, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু.শহীদ পাটোয়ারী, চার্টার সেক্রেটারি মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!