স্টাফ রিপোর্টার: ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারে বিরুদ্ধে অপর এক নেতার বাড়িতে হামলা ভাংচুর, লুটপাটের ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। সভাপতি দিদারের পিকাপ বোঝাই চোরাইপণ্য কাপড় মহা-সড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শওকত জুবায়ের তুমুলের বাড়িতে ২৩ মার্চ এ ঘটনা ঘটেছে ।
বুধবার বিকালে ফেনী রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শওকত জুবায়ের তুমুল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
সাংবাদিকদের কাছে তুমুল তার বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার চোরাকারবারী ও মাদক ব্যবসায় জড়িত। ১৬ মার্চ ছাত্রলীগ সভাপতি দিদারের এক পিকাপ বোঝাই ভারতীয় চোরাপণ্য কাপড় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে ছিনতাই হয়ে যায়।

ছাত্রলীগ নেতা দিদার এ ঘটনার জন্য তুমুলকে দায়ী করে তার কাছে বিশ লাখ টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতা দিদারের নেতৃত্বে নুর মোহাম্মদ, পারভেজ, ইমন ও সোহাগসহ সন্ত্রাসীরা তুমুলের বাড়িতে হামলা করে। হামলাকারীরা তুমুল ও তার চাচা এডভোকেট শহীদ উল্যাহসহ ৪টি ঘরে হামলা ও তাদের ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘটনার পর হতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তা জনিত কারণে বাড়ি ছাড়া রয়েছে বলে সে সাংবাদিকদের জানায়।
এ সময় ছাত্রলীগ নেতা শওকত জুবায়ের তুমুল বলেন, এ ঘটনায় ছাগলাইয়া থানায় অভিযোগ দিলেও তা অদ্যবদি গ্রহণ না করায় বুধবার দুপুরে ফেনীর ছাগলানইয়া সিনিয়র জুডিশিয়ল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগ নেতার মা নিলুপা আক্তার ও ভাবী ফাতেমা এবং ছোট বোন নার্গিস আক্তারসহ পরিবারের নারী শিশুরাও উপস্থিত ছিলেন।



