ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সাধারণ সম্পাদক পদে

লেমুয়া ইউনিয়ন আ.লীগের সম্মেলনঃ ত্যাগী নেতা শাহজাহানকে নিয়ে আশাবাদী দলীয় নেতাকর্মীরা

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ শাহজাহান ভুঁইয়াকে নিয়ে দলীয় নেতাকর্মীরা আশাবাদী রয়েছেন।কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সঠিকভাবে মূল্যায়ন করা হলে শাহজাহানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সুযোগ রয়েছে বলে দলীয় সুত্র জানিয়েছেন।

জানা গেছে,ফেনী জেলা আওয়ামী লীগকে তৃণমূলে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে।সম্মেলন শেষে জেলা নেতারা এসব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি সংগ্রহ করেন।

এরমধ্যে লেমুয়া ইউনিয়নে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ উদ্দিন নাসিম,সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার,ফেনী সদর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম বাটলার,সহ-সভাপতি ইব্রাহীম আখন্দ ও দপ্তর সম্পাদক শাহিনুজ্জামান ভুইয়া সিভি জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ফেনী সদর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও পাঠাগার সম্পাদক সাইদুল হক আরিফ,ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন আজাদ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজাহান ভুঁইয়া,সাবেক
যুবলীগ নেতা পঙ্কজ চক্রবর্তী ,কামাল উদ্দিন সুমন ও ছাত্রলীগ নেতা গজ নবী শিপন সিভি জমা দিয়েছেন।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ শাহজাহান ভুঁইয়াকে নিয়ে দলীয় নেতাকর্মীরা আশাবাদী রয়েছেন।তাদের মতে এই নেতা ইতিপূর্বে ইউনিয়ন যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক,ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে মামলা ও হামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে জীবন যাপন করেন তিনি।

লেমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ফেনীর কথা ডটকমকে জানিয়েছেন,ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ শাহজাহান ভুঁইয়াকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবী।আশা করি দলীয় হাইকমান্ড এর সঠিক মূল্যায়ন করবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!