করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যু হলে তাদের লাশ দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে ফেনী পৌরসভার নিজস্ব কবরস্থান।বুধবার পৌরসভার সুলতানপুরে পৌর কবরস্থান পরিদর্শন করে নানা দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। এ সময় সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন, গণপূর্ত ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকোশলী আজিজুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ (দৈনিক সময়ের আলো-স্টার লাইন) মাঈন উদ্দিন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক বিপ্লবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।