মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। জনগণকে প্রয়োজনের বাইরে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েেছে। সব ধরনের কর্মকাণ্ড কার্যত স্থগিত হওয়ায় বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।
এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী পৌর যুবলীগ সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ। মঙ্গলবার শহরের মহিপাল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় এসব মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
তৌহিদুর রহমান হানিফ জানিয়েছে, মহিপাল এলাকায় শ্রমজীবি ৭০ পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়। জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর অনুপ্রেরনায় তিনি এ মানবিক কাজে অংশ নিয়েছেন। একইসাথে সমাজের বিত্তবানদের ত্রাণ সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার আহ্বান জানান।



