ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৯
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী-১ সংসদীয় আসনের ৬ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য দেবেন আলাউদ্দিন নাসিম

ফেনী-১ সংসদীয় এলাকা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৬ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আগামী সপ্তাহে এসব নিত্যপণ্য বিতরণ করা হবে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

নাসিম চৌধুরীর ছোট ভাই ব্যাংকার জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু ফেনীর সময় কে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে নিজ এলাকার দুস্থ ও নিম্ন অায়ের মানুষদের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে
পরশুরাম উপজেলায় ১০ টন, ফুলগাজী উপজেলায় ১০টন ও ছাগলনাইয়া উপজেলার জন্য ১০ টন চাউল বরাদ্দ দিয়েছেন। প্রতি পরিবারকে ৫ কেজি করে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপন্যও দেয়া হবে। ইতিমধ্যে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
পাপ্পু আরো জানান, এমন প্রবাসীও রয়েছে যাদের মাসিক আয়ে সংসার চলে। করোনার প্রভাবে প্রবাসীরাও বেকার সময় কাটাচ্ছেন। তাদেরকেও বিতরনের তালিকায় প্রাধান্য দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সামাজিক সসম্মান অক্ষুন্ন রেখে মধ্যবিত্ত পরিবারগুলোকেও নিত্যপন্য পৌছে দেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!