ফেনীর মহিপাল এলাকায় মাদকসহ মো. সরোয়ার আলম শুভ (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। বুধবার ভোরে ৬৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালস্থ শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায় র্যাব। এ সময় মাদক ভর্তি একটি পিকআপ কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় র্যাবের তল্লাশীতে মাদকসহ কুমিল্লার চৌদ্দগ্রাম গীনাগাজী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সরোয়ার আলম শুভ (১৯) আটক হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৬ হাজার ৫শ টাকা ও জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
র্যাব জানায়, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



