ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হকের দাফন

মাওলানা শামছুল হক

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হক (৮৩) এর দাফন সম্পন্ন হয়েছে।২৪ এপ্রিল বুধবার দুপুরে ভোরবাজারস্থ ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা ময়দানে জানাযা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দেওয়া হয়।

এসময় জানাযা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন টিপু এবং স্থানীয় ইউপি সদস্য বছির আহম্মদ, জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলার সাধারণ সম্পাদক ও বক্তারমুন্সী ফাজিল (বিএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আফছার ফারুকী, নোয়াখালী বসুরহাট ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী ও সোনাগাজী ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মনির হোসেন এবং খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার মো: হানিফ।

জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল করিম।

এসময় ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম ও ফরহাদ নগর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি কবি সাইফ ফরহাদী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন জনি, ফরহাদ নগর ইউপি সদস্য শহিদুল ইসলাম শামিম ও গিয়াস উদ্দিন,সাবেক ইউপি সদস্য আব্দুল গোফরান, জসিম উদ্দিন, ইউসুফ হায়দার, আবুল কালাম ও শামসুল হুদা দুলাল, ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী শামসুল হক দুলাল, ভোরবাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল বাশার ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা: কামরুল ইসলাম,সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আফসার, মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল আলিম,ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ফেনী জজকোর্ট’র বিজ্ঞ আইনজীবী আলাউদ্দিন,লস্করহাট বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী নজির আহম্মদ, সহসাধারণ সম্পাদক রাজিব মাসুদ,ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সহকারী শিক্ষক এনামুন হক,লক্ষিয়ারা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম মাওলা শাহীন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ নাবিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, মরহুমের আত্নীয় স্বজন ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ভোর ৪ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা শামছুল হক। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ কন্যা ও আত্নীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

এদিকে জাতীয় দৈনিক পত্রিকা সময়ের আলো পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনীর কথা ডটকমের সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা শামছুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী সাংবাদিক ইউনিটি,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।তারা শোক সন্তপ্ত পরীবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত: সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ফাজিল (বিএ) মাদ্রাসার সাবেক প্রভাষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন প্রবীণ এই আলেম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!