পরশুরাম উপজেলার গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক মজুমদা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা বদিউজ্জামান হামদানির সভাপতিত্বে ও সাবেক ছাত্র মাওলানা বাহাউদ্দিনের
সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম, মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মোজাম্মেল হক শাহীন,মাদ্রাসার সাবেক ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক মজুমদার স্বপন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাহিদ রাব্বি ও জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্র মাষ্টার ফরিদ উদ্দিন প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মীর আহাম্মদ।